Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআই’র প্রশাসক হাফিজুর রহমান

স্পেশাল করেসসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

ঢাকা: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অব. অতিরিক্ত সচিব ) মো. হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক মো. হাফিজুর রহমানকে এফবিসিসিআই’র প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে বলে আদেশে জানানো হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

এফবিসিসিআই টপ নিউজ প্রশাসক

বিজ্ঞাপন

নরসিংদী মুক্ত দিবস আজ
১২ ডিসেম্বর ২০২৪ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর