Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট নয়, কেউ আইন হাতে তুলে নেবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৮

ঢাকা: সবাইকে শৃঙ্খলা মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, এমন কাজ কেউ করবেন না।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের তৃতীয় ভাষণ। ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি। এরপর সর্বশেষ ভাষণ দেন গত ২৫ আগস্ট।

আরও পড়ুন- ৬ খাতের সংস্কারে ছয় কমিশন, নেতৃত্বে বিশিষ্ট নাগরিকরা

ভাষণে তৈরি পোশাক ও ওষুধ শিল্প খাত প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আমাদের পোশাক ও ওষুধ শিল্পের কর্মীদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে। আমরা এ দুই শিল্পকে বিশ্বের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই। দুর্বল করার তো প্রশ্নই আসে না।

তিনি বলেন, আমরা এ দুই খাতের বিদেশি ক্রেতাদের একত্রিত করে সহযোগিতা চাইব, যেন বাংলাদেশের এ শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে। সব কিছুই সম্ভব, যদি আমরা শ্রমিক-মালিক সম্পর্কটা একটা আনন্দদায়ক জায়গায় নিয়ে যেতে পারি।

ভাষণে ড. ইউনূস বলেন, জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে গঠন করা হয়েছে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কার্যক্রম চালানোর জন্য দান করতে দেশের সর্বস্তরের মানুষ এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন-

‘গণমাধ্যম স্বাধীন, মন খুলে সমালোচনা করুন’

বন্যায় পুনর্বাসন সফল করতে সবার সহায়তা কামনা

সারাবাংলা/ইউজে/টিআর

জাতির উদ্দেশে ভাষণ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর