দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ পিছিয়েছে বিএনপি
স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৪
১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৪
ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বঘোষিত রোববারের (১৫ সেপ্টেম্বর) সমাবেশ কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। এই সমাবেশ আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, ঢাকার সমাবেশ পেছানো হলেও কেন্দ্রঘোষিত সারা দেশের অন্যান্য বিভাগীয় শহরে রোববারের শোভাযাত্রা কর্মসূচি বহাল আছে। যার যার সুবিধামতো সময়ে শোভাযাত্রা করবে।
এদিকে আগামীকাল সকাল সাড়ে ১১টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।
সারাবাংলা/এজেড/এমও