Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ নম্বরে শহিদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫০

ঢাকা: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে শহিদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের দাবি জানিয়েছেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক স্মরণ সভায় তিনি দাবি জানান। ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ব্যক্তিদের স্মরণে এ সভা আয়োজন করা হয়।

এএমএম বাহাউদ্দীন বলেন, ‘শহিদদে জন্য আমাদের কিছু করতে হবে। ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ছয় বিঘা জমি আছে। ম্যাডামকে যেরকম ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে, সেখানে (ধানমন্ডিতে) অ্যাপার্টমেন্ট করে সকল শহিদ পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার এখনো সক্রিয়। তার (শেখ হাসিনা) পিতা শেখ মুজিবের প্রতি মানুষের যে ‍ঘৃণা-বিদ্বেষে ক্যান্টনমেন্টসহ সকল জায়গায় থেকে তার মূর্তি ফেলে দেওয়া হয়েছে। সরকারি অফিসগুলোতে এখনো তার ছবি আছে। সরকার এখন পর্যন্ত সুস্পষ্ট সিদ্ধান্ত দেয়নি। এই ঘৃণা ও সংবিধান একসঙ্গে চলতে পারে না। আমরা সমগ্র বাংলাদেশ এক সঙ্গে আছি।’

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আজ কল্পনা করে দেখুন ৩৫ দিন আওয়ামী লীগ নাই। এটা হার নয়, এটা পতন। এটা আল্লাহর তরফ থেকে আসছে। এখানে আমাদের ভাইয়েরা বলেছেন, আমরা বিচার চাই। আমি বলব, বিচার শুধু আরম্ভ হয়েছে। এই বিচার এমনভাবে হবে যে, বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসেবে জানবে আগামী ১০০ বছর। এই দলটি একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগের যে চারিত্রিক বৈশিষ্ট চলে আসছে তারা কোনো মানুষের দল হতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ওরা তো পুলিশ দিয়ে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করেছে। আজ বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, আফরোজা খান রীতা, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, রাকিবুল ইসলাম বকুল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছিরসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

৩২ নম্বর ধানমন্ডি শহিদ পরিবার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর