Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে পানিতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের মাঝে বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে পানিতে ডুবে নিখোঁজ আব্দুল করিমের (১৮) লাশ উদ্ধার হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই হ্রদের ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারের নিচ দিয়ে বোট চালিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে আব্দুল করিম।

নিহত আব্দুল করিম লংগদু উপজেলার ৪ নম্বর বগাচত্বর ইউনিয়নের মারিশ্যাচর অফিসটিলা এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

লংগদু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সূর্যআলো চাকমা বলেন, ডুবুরি দল না থাকায় জেলা সদর হতে ডুবুরি দল আনতে হয়েছে। লংগদু ফায়ার স্টেশনে ডুবুরি দল থাকলে উদ্ধার কাজ আরও দ্রুত করা সম্ভব হতো।

সারাবাংলা/ইআ

নিখোঁজ রাঙামাটি লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর