Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে ফাহিম হোসেন নামে সাড়ে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার রায়সা গ্রামের আব্দুল লতিফ মালিথার বাঁশ বাগানের পাশের একটি ডোবা থেকে ফাহিম হোসেনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে রোববার দুপুর ২টার দিকে ফাহিম হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। সে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আব্দুল করিমের ছেলে।

ফাহিম হোসেনের বাবা আব্দুল করিম জানান, রোববার দুপুরে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফাহিম। দীর্ঘ সময় পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সোমবার সকাল ১০টার দিকে ডোবার পানিতে ফাহিমের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে তার বাবা আব্দুল করিম ফাহিমের লাশ বাড়িতে নিয়ে যান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনইউ

চুয়াডাঙ্গা টপ নিউজ লাশ শিশু

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর