Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯

ঢাকা: সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে গ্রেফতার করেছেন।

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় সোমবার রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, নুরুল ইসলাম সুজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) বিজয়ী হয়ে রেল মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/জিএস/এমও