Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়ম তদন্তে বিএসইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৯

ঢাকা: মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়ম অনুসন্ধানে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মুখপাত্র ফারহানা ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিএসইসির পরিচালক মাহমুদুল হকের সই করা এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হক, উপ-পরিচালক মো. রফিকুন্নবি ও সহকারী পরিচালক মোহাম্মদ আবু হেনা মোস্তফা সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট থেকে বিনিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না, বিনিয়োগ থেকে স্বার্থের সংঘর্ষ হয়েছে কি না, ব্যাংক হিসাব যাচাই, পরিচালন ব্যয় যাচাই, মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করেছে কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

এছাড়াও ট্রাস্টি ও কাস্টডিয়ানের ভূমিকাও ক্ষতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর