Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে যুবককে ‘পিটিয়ে হত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:০১

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চুরির অপবাদে মো. মামুন (৩০) নামের এক যুবককে ‘পিটিয়ে হত্যা’ করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শহরের পানখাইয়া পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়েছিল। মামুন মধ্যশালবন এলাকার মৃত নূর নবীর ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন নিজ এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করেন। এর আগে তিনি চুরির অপরাধে বেশ কয়েকবার জেলও খেটেছেন।

মামুনের মামা মো. নূর হোসেন জানান, সকালে মামুনের বাড়ি থেকে তাকে ফোন করে জানানো হয়েছে মামুন পানখাইয়া এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় পরে আছে। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মামুনকে হত্যার প্রতিবাদে বুধবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিষদের নেতারা।

সারাবাংলা/ইআ

খাগড়াছড়ি পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর