Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল মোনাকো

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫

লা লিগায় এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করে অপরাজিত আছে বার্সেলোনা। লিগে অপ্রতিরোধ্য বার্সাকে চ্যাম্পিয়নস লিগে মাটিতে নামিয়ে আনল মোনাকো। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোর কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। রাতের অন্য ম্যাচে আটালান্টার সাথে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে লাইপজিগকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠে শুরু থেকেই বার্সার উপরে চড়াও হয়েছে মোনাকো। ম্যাচের ১০ মিনিটের মাঝেই ১০ জনের দলে পরিণত হয় বার্সা। মিনামিনোকে বক্সের ভেতর ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। সেই ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করে দলকে লিড এনে দেন মাঘায়েস আকলিচে।

বিজ্ঞাপন

ম্যাচে সমতা ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সা। ২৮ মিনিটে লামিন ইয়ামালের গোলে ম্যাচে ফেরে কাতালানরা। কাসাডোর বাড়ানো বলে দারুণ এক ফিনিশিংয়ে দলকে স্বস্তি এনে দেন এই ১৭ বছর বয়সী তরুণ। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বার্সাকে হতাশায় ডুবিয়ে আবার লিড নেয় মোনাকো। ভ্যান্ডারসনের অ্যাসিস্টে গোল করেন জর্জি ইলেনখেনা। ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারত মোনাকো। তবে তাদের পাওয়া পেনাল্টি ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোনাকো। বার্সার কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের এটিই প্রথম হার।

রাতের অন্য ম্যাচে ঘরের মাঠে লাইপজিগের বিপক্ষে ৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। লাইপজিগকে এগিয়ে দেন সেসকো। ২৮ মিনিটে অ্যাটলেটিকোকে ম্যাচে ফেরান আতোইন গ্রিজমান। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে অ্যাটলেটিকোকে দারুণ এক জয় এনে দেন হোসে মারিয়া গিমেনেজ। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আর্সেনাল চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা মোনাকো

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর