Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্ট কারাগারে কী ঘটেছিল— জানালেন নজরুল ইসলাম খান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১২

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মুহূর্তে গত ৫ আগস্ট কারাগারে কী ঘটেছিল, সেটা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনের সেই ঘটনা তুলে ধরেন তিনি। ছাত্র আন্দোলনে হতাহত পরিবারকে অর্থসহায়তা দেওয়ার জন্য এ অনুষ্ঠান আয়োজন করে বাড্ডা থানা বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ‘সেদিন (৫ আগস্ট) আমি কারাগারে ছিলাম। যখন খবর এল শেখ হাসিনা পালিয়ে গেছেন, তখন কারাগারে আনন্দের মিছিল শুরু হলো। কে কোন মামলার আসামি, তার কোনো ঠিক ছিল না। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছিল কারাগার। সবার চোখে মুখে নতুন স্বাধীনতার উচ্ছ্বাস ফুটে উঠেছিল।’

তিনি বলেন, ‘সেদিন ছাত্র-জনতার অভ্যুত্থান না হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেতেন না, আমিও কারাগার থেকে মুক্তি পেতাম না, এম এ কাইয়ুমও নির্বাসিত জীবন থেকে মুক্তি পেয়ে আজ আমাদের মাঝে ফিরে আসতেন না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত পরিবারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাদের ফাঁদে পা দিয়ে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় চিন্তা করেন। তার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য ডাটাবেজ তৈরি করা হচ্ছে। সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দলের পক্ষ থেকে হতাহতদের পরিবারের কাছে যাওয়া হচ্ছে। তাদের দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।’

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, ‘আন্দোলনে হতাহতদের জন্য সরকার আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে। বিএনপির পক্ষ থেকেও পরিবারদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু অর্থ দিয়ে তাদের ত্যাগের মুল্য দেওয়া যাবে না। এই পরিরর্তিত দেশে তাদের মর্যাদা অতুলনীয়।’

বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল, আতাউর রহমান, মহানগর নেতা ফয়েজ আহমেদ ফরু, তুহিরুল তুহিন, জাহাঙ্গীর মোল্লা, মাহফুজ চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দলের হারুন অর রশিদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

৫ আগস্ট কারাগার টপ নিউজ নজরুল ইসলাম খান বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর