Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল-জাজিরার অফিসে ইসরাইলি সেনাদের হামলা, বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪২

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত আল-জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরাইল সেনাবাহিনী। একইসঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরাইলি সেনারা আল-জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন। তবে কী কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি।

আল-জাজিরার আরবি সংস্করণে লাইভ সম্প্রচারে দেখা গেছে, একজন ইসরাইলি সেনা আল ওমরিকে বলছেন, ‘৪৫ দিনের জন্য অফিস বন্ধে আদালতের নির্দেশ রয়েছে। এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান।’

গত মে মাসে ইসরাইলের অভ্যন্তরে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে নেতানিয়াহু সরকার। এর প্রায় চার মাস পর রোববার আল-জাজিরার রামাল্লার অফিসে অভিযান চালায় ইসরাইলি সেনারা।

পশ্চিম তীর থেকে আল-জাজিরার সাংবাদিক নাদি ইব্রাহিম বলেন, ইসরাইলের অভ্যন্তরে প্রতিবেদন করতে না দেওয়া কিংবা অফিস বন্ধের নির্দেশ আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় নয়। আমাদের ব্যুরো অফিস বন্ধ করতে আগেই হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সেটি যে আজই করবে, তা ভাবিনি।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ

আল-জাজিরা ইসরাইলি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর