Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌখিক পরীক্ষা নিয়েই দ্রুত পুলিশ-প্রশাসনে জনবল নিয়োগের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৬

ঢাকা: লিখিত নয় মৌখিক পরীক্ষা নিয়েই দ্রুত বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পুলিশ ও প্রশাসন ক্যাডারে জনবল নিয়োগের জন্য সরকারের কাছে দাবি করেছে ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৭ দফা বাস্তবায়ন নাগরিক কমিটি’।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় কমিটির নেতারা এই মন্তব্য করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম কলিম।

বিজ্ঞাপন

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক দলটিকে রাজনীতি করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন তো দূরের কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখনই ছাত্রদের পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রপরিচালনার জন্য রাজনৈতিকদের বিকল্প নেই। তেমনই সংবিধান সংস্কার ও পুনর্লিখনের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের দরকার।’

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, ‘ছাত্ররা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিল। আওয়ামী সরকারের দাম্ভিকতা এবং অতিরিক্ত পাপে সরকারের পতন হয়েছে। ছাত্ররা এককভাবে সরকার পতনের দাবিদার হতে পারে না এবং ছাত্রদের একক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হোক তা আমরা চাই না। হাসিনা সরকার পতনের পর এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি সরাকর। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে। পাহাড়ে আজ অশান্তি বিরাজ করছে। গার্মেন্টস সেক্টর উত্তাপ্ত, যদিও এসবের পেছনে পতিত সরকারের ইন্ধন রয়েছে।’

এসময় বক্তারা আরও বলেন, ‘বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। সরকারকেও বেশ কিছু সংস্কার করতে হবে। আর তা না হলে সরকারকে ব্যর্থ হতে হবে। বিগত প্রশাসনে তোফায়েল ক্যাডার বলে একটি ক্যাডার ছিল। আবার স্বৈরশাসক এরশাদের সময় প্রশাসনে বিশেষ ক্যাডার করা হয়েছিল। এরশাদ আমলে ওই বিশেষ ক্যাডারের সদস্যরা মৌখিক পরীক্ষা দিয়ে প্রশাসনে কাজ করেছে। তারা সচিব হয়েছে। তোফায়েল ক্যাডারের সদস্যরাও সচিব হয়েছে। তাই বর্তমান সরকারকে মৌখিক পরীক্ষা দিয়ে প্রশান ক্যডার, পুলিশ ক্যাডারে এবং ১ লাখ পুলিশ সদস্য নিয়োগ দিতে হবে।’

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ফরিদুজ্জামান, গোলাম মাওলা চৌধুরী, পিরোজপুর জেলা বিএনপি নেতা অধ্যাপক আলমগীর হোসেন, মির্জা ওয়ালিদ হোসেনসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

পুলিশ প্রশাসন মৌখিক পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর