Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগ বাক্স বসেছে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১০

পরিকল্পনা মন্ত্রণালয়ে বসানো হয়েছে অভিযোগ বাক্স। ছবি: সারাবাংলা

ঢাকা: পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপন করা হয়েছে অভিযোগ বাক্স। এই বাক্সে যে কেউ মন্ত্রণালয় দুটির কার্যক্রম নিয়ে লিখিত অভিযোগ জানাতে পারবেন। চাইলে তারা নাম-পরিচয় গোপন রেখেও অনিয়ম-দুর্নীতি বা অন্য কোনো বিষয়ে অভিযোগ জমা দিতে পারবেন এখানে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের নির্দেশে এই বাক্স স্থাপনকরা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনেকেই শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে দেখা করতে চান, নানা ধরনের অভিযোগ দিতে চান। তাদের যেকোনো ধরনের অভিযোগ এখন এই বাক্সে জমা দেওয়া যাবে। এতে একদিকে সাক্ষাতের সময় বাঁচবে, অন্যদিকে অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে মন্ত্রণালয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা সারাবাংলাকে বলেন, প্রতিদিন এই বাক্স খোলার কথা থাকলেও সেটি হবে না। পরিকল্পনা মন্ত্রণালয়ের অভিযোগ বাক্সটি সপ্তাহে একদিন খোলা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্থাপিত বাক্স দুদিন পর পর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/জেজে/টিআর

অভিযোগ বাক্স পরিকল্পনা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর