Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর বাতিল করে আবু আসাদকে পাসপোর্ট অধিদফতরে পুনর্বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৫

ঢাকা: বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে অবসরে যাওয়া এ টি এম আবু আসাদকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদকে ২০২১ সালের ৩১ মে অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই অবসরের আদেশ বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরের তারিখ থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়ে আবু আসাদ কর্মরত ছিলেন বলে গণ্য হবেন। এ সময়ের জন্য তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে ২০২১ সালের ৩১ মে অবসরে পাঠানো হয় এ টি এম আবু আসাদকে। ওই বছরের ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই বিভাগের এক প্রজ্ঞাপনে তার অনুকূলে ওই বছরের ২০২১ সালের ১ জুন থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়।

একই প্রজ্ঞাপনে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্ট হিসেবে মঞ্জুর করা হয়।

সারাবাংলা/ইউজে/টিআর

অবসর বাতিল এ টি এম আবু আসাদ চাকরিতে পুনর্বহাল পাসপোর্ট অধিদফতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর