Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির অপসারণ ও জনগণতান্ত্রিক বাংলাদেশ নাম চায় সিটিজেন রাইটস মুভমেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১১

শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতিকে অপসাণের দবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের কাজ নির্বিঘ্ন করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছে সিটিজেন রাইটস মুভমেন্ট।

সংগঠনটির নেতারা বলছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছিল ‘পতিত আওয়ামী লীগ সরকার’। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এতে অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সময়টুকু নিরুদ্বিগ্ন থাকা যাবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি সিটিজেন রাইটস মুভমেন্টের নেতারা। এ সময় তারা বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ বদলে ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’ রাখারও দাবি জানন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার। সংগঠনের নেতা ব্যারিস্টার সাদিয়া আরমান, মেজর (অব.) হামিদুল ইসলাম বীরবিক্রমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৭ দফা লিখিত দাবি তুলে ধরে সিটিজেন রাইটস মুভমেন্ট। লিখিত দাবিগুলো হলো—

  • গণমুখী ও কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে সংবিধান সংশোধনসহ আইন সংস্কার কমিশন গঠন করে রাষ্ট্র পরিচালনার জন্য ব্রিটিশ সরকারের প্রণীত সব আইনকানুন ও বিধিবিধান আমূল সংস্কার করে স্বদেশ ও স্বাধীন মানুষের কল্যাণে সময়োপযোগী আইন ও বিধিমালা প্রণয়ন করতে হবে;
  • স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীন মানবাধিকার কমিশন ও স্বাধীন আইন কমিশন গঠন করতে হবে। স্বাধীন দেশের নাগরিকদের কল্যাণে স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ন্যায়পাল কমিশন গঠন করতে হবে;
  • পতিত সরকারের নিয়োগ করা ‘পদলেহনকারী’ রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে অপসারণ করে অন্তবর্তীকালীন সরকারের সংস্কারকালকে নিরুদ্বিগ্ন করতে হবে;
  • উচ্চ আদালতে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া দলীয় ও অনুগত সব বিচারপতিদের অপসারণ করতে হবে;
  • সহস্রাধিক ছাত্র-জনতাকে মনবতাবিরোধী গণহত্যার দায়ে ও গণগুমের মতো মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে;
  • এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে বিধিবদ্ধ আইন প্রণয়নসহ একই ব্যক্তি একই মেয়াদকালে সরকারপ্রধান ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে বিধান করতে হবে;
  • স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার মূল বৈশিষ্ট বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সম্প্রতি সংগঠিত ছাত্র-জনতার সফল আন্দোলনের প্রত্যাশিত আদর্শিক বিজ্ঞানমনস্ক একীভূত শিক্ষাব্যস্থার জন্য শিক্ষানীতি নিশ্চিত করতে হবে;
  • যেহেতু স্বাধীন বাংলাদেশ রাজার মাধ্যমে শাসিত রাজ্য বা রাষ্ট্র নয়, তাই সাংবিধানিকভাবে রাষ্ট্রের নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে’র জায়গায় ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’ নামকরণ করতে হবে;
  • হত্যাকাণ্ডের মতো অমানবিক ও গর্হিত অপরাধের জন্য হত্যাকরীর দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড যথার্থ। একইভাবে দুর্নীতির দায়ে দোষীদের জন্যও মৃত্যুদণ্ড সাজা রেখে আইন প্রণয়ন করতে হবে;
  • দেশের নিম্ন আদালতসহ উচ্চ আদালতে সব প্রকার আইনি কার্যক্রমে ইংরেজি ভাষার পরির্বতে বাংলা চালু বাধ্যতামূলক করাসহ এর সঠিক ব্যবহারবিধি চালুর লক্ষ্যে আইন গ্রন্থগুলোও বাংলায় রচনা করতে হবে;
  • ভুয়া মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় ভাতা বাতিল করে তাদের শাস্তির আওতায় আনাসহ এর আগের ভুয়া সনদধারীদের (সরকারের অনুগত দাসানুদাসদের ক্ষেত্রে) সরকারি চাকরি থেকে অপসারণসহ তাদের নেওয়া বেতন-ভাতা ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। ফেরত দিতে অপারগদের অতিরিক্ত শাস্তি ভোগের বিধান রেখে আইনি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে;
  • দেশের সব নাগরিকের জন্য একটি টেকসই পেনশন স্কিম পদ্ধতি চালুর ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
  • উচ্চ আদালতসহ দেশের নিম্ন আদালতগুলোতে বিচার বিভাগের কর্মচারী, যেমন— বেঞ্চ অফিসার, সেরেস্তাদার, পেশাকারদের এর আগের রেওয়াজি থোক (ঘুষ) আদান-প্রদানের ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে দেশের সব আইনজীবিদেরও ঘুষ রেওয়াজ প্রথা বন্ধে আন্তরিক হতে হবে;
  • রাজধানী ঢাকার অসহনীয় যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে বাড়তি কর আরোপসহ পর্যাপ্তসংখ্যক আরামপ্রদ গণপরিবহন নিশ্চিত করতে হবে;
  • সর্বস্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ভিত্তিতে আয়-রোজগারসহ ব্যক্তিগত সম্পদের হিসাব বিবরণী জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করতে হবে;
  • বাংলাদেশে দলিল নিবন্ধন সম্পাদনকারী সাবরেজিস্ট্রার অফিসের রেওয়াজি (ঘুষ ও অনৈতিক অর্থ লেনদেন) বন্ধ করার লক্ষ্যে রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রার এবং তাদের সংশ্লিষ্ট সহকর্মীদের গোয়েন্দা তদারকির আওতায় এনে প্রতিদিনের কোটি কোটি টাকার অবৈধ লেনদেন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে; এবং
  • অনৈতিক ব্যবসায়ী ও ঘুষ লেদদেনসহ অবৈধ অর্থ সংগ্রহকারী গোষ্ঠীর বিদেশে পাচার করা টাকা ফেরত আনাসহ অর্থ পাচারকারীদের ‘বেগম পাড়া’য় সঞ্চিত অর্থবিত্ত ও সম্পদ বাজেয়াপ্ত করে দেশে ফেরত আনতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জনগণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রপতির অপসাণ দাবি সিটিজেন রাইটস মুভমেন্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর