Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটিকে রুখে দিল নিউক্যাসেল

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

আর্সেনালের বিপক্ষে হারতে হারতে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসেলের মাঠেও জিততে পারল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিউক্যাসেলের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে সিটি। এই ড্রয়ের পরেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রেখেছিল সিটি। ৭ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন আরলিং হালান্ড। তার শট দারুণভাবে সেভ করেছেন নিউক্যাসেল কিপার পোপ। ২৭ মিনিটে সুযোগ নষ্ট করেছেন গুন্দোয়ান। পরের মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ট্রিপার।

বিজ্ঞাপন

একের পর এক আক্রমণের পর অবশেষে লিড পায় সিটিই। ৩৫ মিনিটের মাথায় গ্রিলিশের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন গার্দিওল। বিরতির আগে আরও কয়েকটি দুর্দান্ত সেভে সিটির লিড বাড়তে দেননি পোপ। এক গোলের লিড নিয়েই তাই হাফ টাইমে যায় সিটি।

বিরতির পর দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে নিউক্যাসেল। ৫৬ মিনিটে তোনালিকে বক্সের ভেরত ফাউল করলে পেনাল্টি পায় নিউক্যাসেল। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন অ্যান্থোনি গর্ডন। ৬১ মিনিটে এগিয়ে যেতে পারত নিউক্যাসেল। গোলপোস্টের সামনে দারুণ এক সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি তোনালি।

ম্যাচের শেষভাগে মুহুর্মুহু আক্রমণে নিউক্যাসেলকে নাজেহাল করে দিয়েছিলেন সিটি ফরোয়ার্ডরা। হালান্ড, ফোডেন দুটি সুযোগও নষ্ট করেছেন। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এই ড্রয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। তবে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল নিজেদের ম্যাচে জিতলেই সিটিকে টপকে উঠে আসবে শীর্ষে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লীগ নিউক্যাসেল ইউনাইটেড ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর