Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, মৃত ইমরান ইমন (২০) কক্সবাজার জেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত অবস্থায় গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তিনি মারা যান। ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’ তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১৫ জন। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আইসি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর