Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় দিনেও ভেজা আউটফিল্ডের কারণে শুরু হয়নি খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৭

কানপুর টেস্টের প্রথম থেকেই বাগড়া দিয়েছিল বৃষ্টি। প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনের খেলাও বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে শুরু হতে দেরি হচ্ছে।

আজ সকাল থেকে গতদিনের মতো বৃষ্টি না থাকলেও আউটফিল্ড প্রায় পুরোটাই ভেজা। গ্রিন পার্কের আউটফিল্ডজুড়ে গতকালের মতো কভার না থাকায় সকাল থেকেই স্টেডিয়ামের কর্মীরা মাঠ শুকানোর কাজে ব্যস্ত আছেন। তবে খুব সহসাই আউটফিল্ড খেলার উপযোগী হওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সকাল ১০ টায় দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো মাঠ পরিদর্শনে নেমেছিলেন। এরপর সিদ্ধান্ত হয়, স্থানীয় সময় দুপুর ১২টায় আবার পরিদর্শনে আসবেন তারা। প্রথম সেশনের খেলা তাই এক প্রকার পরিত্যক্তই হয়ে গেল।

চেন্নাই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর