সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০
ম্যানচেস্টার সিটির টানা দুই ড্রয়ে লিভারপুলের সামনে সুযোগ ছিল শীর্ষে ওঠার। উলভসের মাঠে সেই কাজটা ঠিকঠাকভাবেই করল লিভারপুল। উলভসকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে উঠল অল রেডরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৬ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন উলভসের নুরি। তার শট সেভ করেন অ্যালিসন। ২২ মিনিটে কুনহার শটও বাঁচিয়ে দেন লিভারপুল কিপার। ৩৮ মিনিটে লুইজ ডিয়াজ গোলের সহজ সুযোগ নষ্ট করেন। ৪০ মিনিটে সোবোজলাইয়ের দারুণ এক শট ঠেকিয়ে দেন উলভস কিপার।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লিড নেয় লিভারপুল। জোতার অ্যাসিস্টে ইব্রাহিমা কোনাতে বল জালে জড়াতে ভুল করেননি। এক গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া উলভস বারবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৫৬ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোল পায় উলভস। আতি নুরির গোলে ম্যাচে সমতা ফেরায় তারা।
তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উলভস। ৬১ মিনিটে বক্সের ভেতর জোতাকে ফাউল করা হলে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। পিছিয়ে পড়ে আবারও সমত ফেরানোর জন্য লড়াই করলেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি উলভস।
২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সিটিকে টপকে শীর্ষে উঠে এল তারা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে সিটি।
সারাবাংলা/এফএম