Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় জোবাইদা রহমানের সাজা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ২১:১০

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার। তবে এর জন্য তাকে আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে।

বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহম্মদ আবু সাঈদ মোল্লা।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ফৌজদারি কর্যাবিধির ৪০১ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকার বিশেষ মামলায় তার বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হলো।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় ওই মামলাটি করেছিলেন। মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

২০২৩ সালে ২ আগস্ট এ মামলায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

সারাবাংলা/টিআর

ডা. জোবাইদা রহমান দুদকের মামলা সাজা স্থগিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর