Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যেসব প্রস্তুতি সরকারের

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ২২:৫১

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সমাগত। তবে এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিমা ভাঙচুরের খবর মিলেছে। পূজার দিনগুলোতে সহিংসতা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এসবের কোনো কিছুকেই উড়িয়ে দিচ্ছে না সরকার। বরং শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিয়েছে নানা উদ্যোগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এক গুচ্ছ নির্দেশনা।

বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। দুর্গাপূজায় মণ্ডগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে করণীয়গুলো তুলে ধরা হয়েছে এতে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে—

  • দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, আনসার ও ভিডিপির দৃশ্যমান টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় সহায়তা দেবেন;
  • যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি নিতে হবে। অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনার সূত্রপাত ঘটার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে;
  • দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পূজামণ্ডপ পরিদর্শন করতে হবে;
  • সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে— এমন কোনো বক্তব্য বা গুজব ছড়ানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে;
  • সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটিগুলোকে পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারার জন্য প্রয়োজনীয় পরিমাণে স্বেচ্ছাসেবক ও পাহারাদার (পালাক্রমে দিনে কমপক্ষে তিনজন ও রাতে চারজন) নিয়োজিত করতে হবে;
  • প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নিতে হবে;
  • দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে পর্যাপ্তসংখ্যক পুলিশ বাহিনীর সদস্য, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করতে হবে; এবং
  • হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করতে হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কমিটি গঠন করবেন।

দুর্গাপূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদ্‌যাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, এবারের দুর্গাপূজা আগের বছরগুলোর তুলনায় নিরাপদ হবে।

সারাবাংলা/জেআর/টিআর

দুর্গাপূজা দুর্গাপূজা উদ্‌যাপন পূজামণ্ডপ পূজামণ্ডপে নিরাপত্তা পূজায় নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর