পদ্মার কাশবন থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
৩ অক্টোবর ২০২৪ ০৭:৫৯
রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লুট হওয়া দুটি শটগান উদ্ধার হয়েছে। রাজশাহী নগরের লালন শাহ মুক্তমঞ্চের পাশের কাশবন থেকে অস্ত্র দুটি উদ্ধার হয়। সেখানে একটি রাবার বুলেটও পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানা-পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাশবনের ভেতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। বোয়ালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে দুটি শটগান ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
আরএমপি জানায়, গত ৫ আগস্ট আরএমপির সদর দফতরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা হয়। দুর্বৃত্তরা ১৬৪টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত ১৪৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যহত থাকবে।
সারাবাংলা/ইআ