Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীরসরাইয়ে ঝরনায় নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৪ ১৭:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঝরনায় নেমে তলিয়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়, আরেকজন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় এ ঘটনা ঘটেছে। দুপুরে ঝরনার কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী দুজনের মৃত্যুর তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

মৃত দুজন হলেন— মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। আদনান ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে পড়তেন। মুত্তাকিম নারায়ণগঞ্জ কলেজের একই শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ থেকে ১৪ জন তরুণ মীরসরাইয়ের রূপসী ঝরনায় শুক্রবার সকালে বেড়াতে যান। পানিতে নামার পর দুজন তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তল্লাশিতে নামে।

দুপুর ১টার দিকে দুজনের মরদেহ ঝরনার কূপ থেকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/টিআর

ঝরনা ঝরনায় মৃত্যু মীরসরাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর