Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২০:৫০

ঢাকা: প্রায় এক বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (৬ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকায় নামেন। সেখান থেকে সোজা শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান তিনি।

বিজ্ঞাপন

গত বছরের ২৩ মে দুর্নীতির একটি মামলায় বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। তার আগে চিকিৎসার জন্য বিদেশে চলে যান ইকবাল হাসান মাহমুদু টুকু। পরে আর দেশে ফেরেননি।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় তার দেশে ফেরার খবর জানানো হলেও তিনি কোন দেশ থেকে ফিরেছেন সেটি উল্লেখ করা হয়নি।

জানা গেছে, গত বছরের মে মাসের শুরুর দিকে ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে তিনি লন্ডনে চলে যান। লন্ডন থেকে শনিবার (০৫ অক্টোবর) ব্যাংকক ফেরেন। ব্যাংকক থেকে রোববার (০৬ অক্টোবর) দেশে ফেরেন টুকু।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, তিনি দেশে ফিরেছেন— এটা জানি। কিন্তু কোন দেশ থেকে এসেছেন তা জানি না।

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর