চিকিৎসায় নোবেল পেলেন মাইক্রোআরএনএর আবিষ্কারক ২ বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ২০:৫৬
এ বছর চিকিৎসায় নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রুভকিন। মাইক্রোআরএনএ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চিকিৎসা বিজ্ঞানে দুই নোবেলজয়ী বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে।
দ্য রয়্যাল সুইডিশ একাডেমি ঘোষণায় বলেছে, মাইক্রোআরএনএ আবিষ্কারের পাশাপাশি প্রতিলিপিকরণ-পরবর্তী জিন নিয়ন্ত্রণে মাইক্রোআরএনএর ভূমিকা আবিষ্কারের জন্য দুই বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রুভকিনকে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল পুরস্কার হিসেবে পদক ও সনদপত্রের পাশাপাশি ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা ১০ লাখ ৬৭ হাজার ডলার (ডলার ১২০ টাকা দরে ১২ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা) দেওয়া হয়। পুরস্কারের অর্থ বিজয়ী দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
অন্যান্য বছরগুলোর মতোই চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম, আগামী ১৪ অক্টোবর।
সারাবাংলা/এমপি