Monday 11 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারিসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ২০:৩১

খুলনা: যৌথবাহিনীর অভিযানে খুলনা মহানগরীর শীর্ষ মাদক কারবারি সজীব ইসলামসহ (৩২) পাঁচ জনকে আটক হয়েছেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, গুলি, নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (৭ অক্টোবর) নগরীর চানমারি ও রূপসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। নৌবাহিনী ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চানমারী বাজার ২ নম্বর গলির বাসা থেকে সজীবকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে তিন রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন, ১ হাজার ৬১৭ পিস ইয়াবা, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল সেট, একটি ল্যাপটপ, পাঁচটি সিসি ক্যামেরা ও একটি রামদা জব্দ করা হয়। সজীবের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। তিনি ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে।

পরে, সজীবের দেওয়া তথ্যে ইয়াবা কারবারি এক নারীসহ চার জনকে রূপসা এলাকা থেকে আটক করা হয়। আটকরা হলেন-নতুন বাজার এলাকার আসাদুল গাজীর ছেলে মো. ফয়েজ রাব্বী (২৯), চানমারি মাদরাসা রোড এলাকার ইয়াকুব মোল্লা (৪২), দাকোপ উপজেলার জালাল গাজীর ছেলে মো. জিয়ারুল ইসলাম নিরব (২১) ও রূপসা বেড়িবাঁধ এলাকার মোহাম্মদ তোয়েব আলী সিকদারের মেয়ে জামিলা বেগম (৩৮)।

নৌবাহিনীর খুলনার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সামওয়েল আহমেদ খান আদিত অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ অপারেশনে নৌবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অংশগ্রহণ করে।

সারাবাংলা/এসআর

আটক খুলনা যৌথবাহিনী

বিজ্ঞাপন

সাবেক এমপি শম্ভু গ্রেফতার
১১ নভেম্বর ২০২৪ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর