সুনামগঞ্জ: জেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির চৌধুরীকে ছাতক শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের বাজারে নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন তাকে।
তানভীর চৌধুরী ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা মৃত হাজী তেরামিয়া চৌধুরীর পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সুনামগঞ্জ সদর থানার একটি নাশকতা মামলায় তানভীর চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন আগেই তার নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।