Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঊর্মির মতো লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে’

স্পেশাল করসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৫:৩২

ঢাকা: প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির মতো লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে গুলশানে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি আবু সাঈদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী, সাহসী বীর তরুণকে বলছে সন্ত্রাসী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এদের মতো লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। আজকে সচিবালয়-বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কীভাবে স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকারকে, একটি গণআন্দোলনের সরকারকে ব্যর্থ করতে চাইবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মহানুভতা, মানবতা অবশ্যই দেখাবেন। কিন্তু, যারা নিজেরা মানবতা দেখায় নি, যারা মহানুভবতা দেখায় নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে ছাত্র-জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীটপতঙ্গ যদি প্রশাসনের মধ্যে থাকে, তারা আপনাদেরকে প্রতি পদে পদে বাধা দেবে। তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে যারা ছিল অথবা যারা নিরপেক্ষ ছিল তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান। সেটা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘প্রশাসনে যাদের নতুন প্রমোশন হচ্ছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা বঞ্চিত ছিলেন। আপনাদের চিহ্নিত করা হয়েছিল বিরোধী দলের লোক হিসেবে। কিন্তু আওয়ামী লীগের একেকজন সচিব যে কায়দায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, আপনারাও যদি সেই পথ অনুসরণ করেন, তাহলে আপনাদেরকেও ধিক্কার জানানোর ভাষা থাকবে না। আপনারা যদি মনে করেন, আমরা এতদিন বঞ্চিত ছিলাম এখন ভাগ বাটোয়ারা করে সেটি পূরণ করব, তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা মাফিয়া অর্থনীতি তৈরি করেছিলেন। এর মধ্য দিয়ে মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক একত্রীকরণ করেছে। তারা এক ভয়ঙ্কর আতঙ্কের অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে দিয়েছে। এক এস আলম ৮ থেকে ৯টি ব্যাংক আত্মসাৎ করেছে। জনগণের টাকা আত্মসাৎ করে নিজের বিভিন্ন কাজে লাগিয়েছে এবং বিদেশে পাচার করেছে। এক স্যোশাল ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭০ বিলিয়ন টাকা লোপাট করেছে। সুতরাং এই সমস্ত বড় বড় রুই কাতলারা কিন্তু বসে নেই। বিদেশে পাচার করা লাখ লাখ কোটি টাকা দিয়ে তারা নানা ভাবে নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে।’

রিজভী বলেন, ‘সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওকালতি করার জন্য। এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয়। এগুলো অত্যন্ত ইঙ্গিতবাহী। কারণ, ওদের অনেক টাকা আছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষার, ছাত্রদলের নেতা ডা.আব্দুল আউয়াল, মাসুদুর রহমান মাসুদ, রাজু আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডেএ/এমপি

আবু সাঈদ তাপসী তাবাসসুম ঊর্মি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা. ড. ইউনূস

বিজ্ঞাপন
সর্বশেষ

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
১৪ অক্টোবর ২০২৪ ২১:০৮

সম্পর্কিত খবর