Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্মিকে আদালতে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৯:০৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ২৩:৫৬

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্যান্য হতাহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মো. খাদেমুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহিদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেলবিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লিখেন।

আবেদনে আরও বলা হয়, মন্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

আবেদনে তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে পরোয়ানা জারির আর্জি জানানো হয়। এর আগে, গতকাল তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আদালত টপ নিউজ তাপসী তাবাসসুম ঊর্মি নির্দেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাজির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর