Thursday 07 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ড. ইউনূসের কাছে জাতি ভালো কিছু আশা করে’


৮ অক্টোবর ২০২৪ ১৯:২৮

ঢাকা: ‘ড. ইউনূসের মতো মানুষের কাছে জাতি ভালো কিছু আশা করে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‘অন্তবর্তী সরকারের দুই মাস’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা আয়োজন করে দ্যা মিলিনিয়াম ইউনিভার্সিটি।

রিজভী বলেন, ‘গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে। তবে এ বিষয়ে সরকারের ভূমিকা বা আচরণ যা দেখছি, তা অনেকটাই ঢিলেঢালা। ড. ইউনূসের মতো মানুষের কাছে জাতি আরও ভালো কিছু আশা করে। তাকে দেশের প্রতি আরও নজর দিতে হবে। কারণ সরকারের অবস্থান যদি এমন ঢিলেঢালা থাকে, তবে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে৷’

তিনি বলেন, ‘অন্তর্বতী সরকারের দুই মাসের কাজের মূল্যায়ন করা কঠিন। এত এলোমেলোর মধ্যে তারা দায়িত্ব নিয়েছে যে, কোনটা আগে এবং কোনটা পরে ধরবেন এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, তাদের সংখ্য নির্ধারণ করা এবং যে এলোমেলো লুটপাট চলছে তা বন্ধ করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি।’

রিজভী বলেন, ‘এই সরকারের সফলতার মধ্যে উল্লেখযোগ্য পূর্বাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে তাদের ভূমিকা ছিলো অপরিসীম। তবে বিনা পরীক্ষার এইচএসসি পরীক্ষার অটো পাশ করিয়ে দেয়াটা কোনও ভালো কাজ হয়নি৷ যেভাবেই হোক ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে হলেও পরীক্ষা নেওয়া দরকার ছিল। পরীক্ষা না নেওয়াটা একটি নেতিবাচক ঘটনা হয়ে থাকল।’

বিজ্ঞাপন

চবিতে ছাত্রাবাসের সামনে অজগর
৭ নভেম্বর ২০২৪ ২২:৪৩

আরো

সম্পর্কিত খবর