শ্বেতাঙ্গ নারীদের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প, এগিয়ে হ্যারিস
৮ অক্টোবর ২০২৪ ১৯:৫৯
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে শ্বেতাঙ্গ নারীদের সমর্থন বেশি পাচ্ছেন। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, হ্যারিস ৪২ শতাংশ শ্বেতাঙ্গ নারীর সমর্থন পাচ্ছেন। অন্যদিকে, ট্রাম্প পাচ্ছেন ৪০ শতাংশের সমর্থন।
এর আগে, ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প পেয়েছিলেন ৪৭ শতাংশ শ্বেতাঙ্গ নারীর সমর্থন। আর হিলারি ক্লিনটন পেয়েছিলেন ৪৫ শতাংশ। এমনকি ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তুলনায় বেশি সর্মথন পেয়েছিলেন। ৭২ বছরের ইতিহাসে ডেমোক্রেটিকরা মাত্র দুইবার শ্বেতাঙ্গ নারীদের সমর্থন রিপারলিকানদের তুলনায় বেশি পেয়েছিল।
কিন্তু ২০২০ সালের পর থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। ২০২২ সালে মার্কিন সুপ্রিম কোর্ট ‘রো বনাম ওয়েড’ আইনটি বাতিলের মাধ্যমে নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেয়। কমলা হ্যারিস একজন শেতাঙ্গ নারী। তিনি প্রার্থী নির্বাচনে জো বাইডেনকে পেছনে ফেলে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন। এ কারণে ২০২৪ সালের নির্বাচনে ভোটারদের প্রায় ৪০ শতাংশ শ্বেতাঙ্গ নারী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সর্মথন করবে বলে জরিপে উঠে এসেছে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটাররা চার বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
সারাবাংলা/এইচআই/পিটিএম
কমলা হ্যারিস টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ শেতাঙ্গ নারী