Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুককে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৯ অক্টোবর ২০২৪ ১৩:৫২

টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ রান সংগ্রাহকের তালিকায় অ্যালিস্টার কুকের চেয়ে সামান্য পিছিয়ে ছিলেন তিনি। কুককে ছাড়িয়ে সবার উপরে উঠতে জো রুটকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই কুককে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন রুট। টেস্টে ইংল্যান্ডের হয়ে রুটই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক।

দারুণ ফর্মে থাকা রুট একের পর এক দারুণ ইনিংস খেলে কাছাকাছি চলে গিয়েছিলেন কুকের রেকর্ডের। ১২৪৭২ রান নিয়ে কুকই এতদিন ছিলেন সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার। রুট আজ ছাড়িয়ে গেছেন তাকে। পাকিস্তানের বিপক্ষে ৭২ রানে অপরাজিত আছেন রুট। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার মাঝে টপকে গেছেন কুককেও।

বিজ্ঞাপন

নিজের ১৪৭তম টেস্টে খেলতে নামা ৩৩ বছর বয়সী রুটের রান এখন পর্যন্ত ১২৪৭৪। টেস্ট ইতিহাসের সেরা ৫ রান সংগ্রাহকের তালিকায় প্রবেশ করেছেন রুট, আছেন ৫ম স্থানে।

রুটের সামনে আছেন ১৩২৮৮ রান করা ভারতের রাহুল দ্রাবিড়, ১৩২৮৯ রান করা দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ১৩৩৭৮ রান করা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ১৫৯২১ রান করে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর