Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের মতো কাণ্ড ঘটিয়ে জরিমানা ক্লাসেনের

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৯

স্টাম্পে লাথি মেরে জরিমানা গুনেছেন ক্লাসেন

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে লাথি মেরে স্টাম্প ভেঙেছিলেন সাকিব আল হাসান। হয়েছিল তুমুল সমালোচনা, সাথে গুনেছিলেন জরিমানাও। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও একই কাণ্ড ঘটালেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন। তবে এই প্রোটিয়া ব্যাটার স্টাম্পে লাথি মেরেছেন আউট হওয়ার হতাশায়। এতে ম্যাচ ফির ১৫% জরিমানাও গুনতে হয়েছে তাকে, পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও। 

গত বৃহস্পতিবার কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৩০ রানের লখ্যে ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা। ৯৭ রানের ইনিংসে প্রোটিয়াদের হয়ে একাই টেনে নিয়ে গেছেন এই ডানহাতি ব্যাটার। শেষ ব্যাটার হিসেবে ৪৪তম ওভারে নাসিম শাহর বলে ইরফান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সেঞ্চুরি থেকে ৩ রান আগে। দলও ম্যাচ হেরে যায় ৮১ রানে। 

বিজ্ঞাপন

মূলত এতেই মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বসেন ক্লাসেন। যা নজর এড়ায়নি আম্পায়ারদের। অনফিল্ড আম্পায়ারদের দেয়া রিপোর্টের ভিত্তিতে ক্লাসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙায় ক্লাসেনের ম্যাচ ফি থেকে কেটে নেয়া হয়েছে ১৫%। শাস্তি হিসেবে দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। 

সারাবাংলা/জেটি

সাকিব আল হাসান হাইনরিখ ক্লাসেন

বিজ্ঞাপন

৩১৫০ কোটি আয়ে সবাইকে ছাড়িয়ে রোনালদো
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর