কুষ্টিয়া: জেলার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক কাবের আলীকে (২৮) আটক করেছে র্যাব।
বুধবার (৯ অক্টোবর) সকালে র্যাব-কুষ্টিয়া ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।। এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার ঈদগাহপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কাবের আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আমতৈল গ্রামের সারোয়ার উদ্দিনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে খোকসা শিমুলিয়া এলাকায় মক্তব থেকে বাড়ি ফিরছিল পাঁচ শিশু। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস চাপা দিয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত চার শিশুকে হাসপাতলে নিলে আরও তিন শিশুর মৃত্যু হয়। ঘটনার পর থেকে চালক পলাতক ছিলেন।