Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১৮:২৬

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যার ঘটনায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

সাত দিনের রিমান্ড শেষে সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. সোহেল রানা। সাধন চন্দ্র মজুমদারের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন ৪ অক্টোবর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রমিজ (২৪)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধন চন্দ্র মজুমদারসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

মিজ উদ্দিন আহমেদ রুপ সাধন চন্দ্র মজুমদার

বিজ্ঞাপন

সাবেক এমপি শম্ভু গ্রেফতার
১১ নভেম্বর ২০২৪ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর