মমতাজের বিরুদ্ধে হত্যা মামলা
১০ অক্টোবর ২০২৪ ১৯:৫৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ০২:৫৩
মানিকগঞ্জ: জেলার সিংগাইরে গোবিন্দল এলাকায় গুলি করে বিএনপি নেতাসহ চার জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি কন্ঠ শিল্পী মমতাজকে প্রধান আসামী করে হত্যা মামলা করা হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত রাখা হয়েছে আরও ৬০জনকে।
প্রায় একযুগ পর বুধবার (৯ অক্টোবর) মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হত্যা মামলা করেন গোবিন্দল গ্রামের মো. শহিদুল ইসলাম। এ মামলার বাদী নিহত মাওলানা নাসির উদ্দিনের ভাই।
আসামীদের মধ্যে কয়েকজন হলেন-সাবেক পৌর মেয়র মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সহসভাপতি রমজান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান (ভিপি শহীদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর পৌর মেয়র আবু নঈম মো. বাশার, পৌর কমিশনার আব্দুস সালাম খান, সমেজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিন। এছাড়া তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জ সদরের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিংগাইর থানার এসআই আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেন।
মামলার বিবরনে জানা যায়, বিগত ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারী রোববার সকাল অনুমান ১০ ঘটিকার সময় গোবিন্দল বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীসহ পুলিশ টহল করছিলো। এসময় কিছু সংখ্যক মুসুল্লির একটি মিছিল নিয়ে সিংগাইরের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মামলায় উল্লেখিত নেতা-কর্মীরা পুলিশের ছত্রছায়ায় পুলিশের পোষাক পড়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়।
সারাবাংলা/এসআর