Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে কাঠ ব্যবসায়ী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ২০:৪৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ২০:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় কাঠ ব্যবসায়ী কবির আহমদ সওদাগর (৫০) খুন হয়েছেন। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এ খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ বারইয়ারহাট পৌর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির আহমদ সওদাগর উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে দলীয়ভাবে এ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার সারাবাংলাকে বলেন, ‘ছয় থেকে সাত মাস আগে কবিরের ফার্নিচারের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। স্থানীয়রা সালিশ বসিয়ে দুজনকে জরিমানা করে। ওই ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। দুই জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

বিজ্ঞাপন

রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আইসি/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর