Thursday 10 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবেলজয়ী হান কাং-এর কবিতা— নিকষ-কালো আলোর বাড়ি


১১ অক্টোবর ২০২৪ ০০:০৬

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হান কাং। যুগ যুগ ধরে চলা নিপীড়ন আর মানবজীবনের ভঙ্গুরতা তার সাহিত্যকর্মের মূল উপজীব্য। গল্প আর উপন্যাসের জন্য সুপরিচিত হান। তবে তার গদ্যে রয়েছে কাব্যময়তা। সাহিত্যজগতে তার প্রবেশও কবিতা দিয়ে, ১৯৯৩ সালে লিটারেচার অ্যান্ড সোসাইটি ত্রৈমাসিক পত্রিকায় পাঁচটি কবিতা প্রকাশের মাধ্যমে।

হান কাংয়ের লেখা এই কবিতাটি সোফি বোম্যানের ইংরেজি অনুবাদ থেকে বাংলায় ভাষান্তর করেছেন তরিকুর রহমান সজীব

বিজ্ঞাপন

নিকষ-কালো আলোর বাড়ি

হান কাং

উই-ডংয়ের সেই বরফমাখা বৃষ্টির দিন
আর আমার মন-সঙ্গী শরীর
কেঁপে কেঁপে ওঠে অশ্রুপাতের ফোঁটায়

বেছে নাও পথ।

কীসের এত দ্বিধা?
কোন সে স্বপ্ন তাড়া করে ফিরছে
অনিশ্চয়তার দোলাচলে?

দোতলা বাড়িটা জ্বলজ্বল করে, চেয়ে থাকে
ফুটে থাকা ফুল যেন,
তার নিচে জেনেছি যন্ত্রণাকে
আর সেই আনন্দভূমি, অস্পৃশ্য তখনো
বাড়িয়েছি হাত বোকাদের মতো।

বেছে নাও পথ।

কীসের স্বপ্ন দেখো? হাঁটো, হাঁটতে থাকো।

সড়কবাতির আলোয় জেগে ওঠা স্মৃতির ঝাঁপি,
আমি হেঁটেছি তার দিকে।
তাকাতেই দেখি ঝাড়বাতি,
তার মাঝে নিকষ-কালো ঘর
নিকষ-কালো আলোর ঘর।

মেঘ-কালো আকাশ। সেই আঁধারে
অধিবাসী পাখিদের দল
উড়ে যায় পালক ঝরিয়ে।
অমন উড়তে গেলে কতবার দিতে হবে প্রাণ?
কেউ তো ধরেনি হাত।

কোন সে স্বপ্ন এত সুদৃশ্য?
কোন সে স্মৃতি
জ্বলে ওঠে অতটা?

বরফমাখা বৃষ্টির ফোঁটা, মায়ের আঙুলের ডগার মতো,
বয়ে চলে অবিন্যস্ত ভ্রু-যুগল জুড়ে
আঘাত হানে জমাট কপোলে
ঘাই মারে বারবার সেই একই স্থানে।

জলদি করো। বেছে নাও পথ।
সারাবাংলা/টিআর

সারাবাংলা/টিআর

সাহিত্যে নোবেল হান কাং

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএফইউজে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
১০ অক্টোবর ২০২৪ ২৩:০০

সম্পর্কিত খবর