Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, মৃত ২২

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪ ১১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্য বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলি এই আক্রমণে আরও ১১৭ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

লেবাননের রাজধানীতে এপর্যন্ত সবচেয়ে বড় প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লার আল মানার টিভির দাবি, ইসরায়েল ওয়াফিক সাফাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল।

বার্তাসংস্থা এপির তথ্যসূত্রে জানা গেছে, ইসরায়েল দুইটি আলাদা আবাসিক এলাকায় দুইটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে হামলা চালায়। একটি বাড়ি ভেঙে পড়েছে। অন্যটির নিচের তলাগুলি ধ্বংস হয়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সকে সূত্র জানিয়েছে, দক্ষিণ বৈরুত থেকে নিয়ে আসা তিন শিশু-সহ আটজনের পরিবার মারা গেছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে তৃতীয়বারের মতো ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহ এলাকার বাইরে বিমান হামলা চালাল। এছাড়া দাহিয়েহ এলাকায় সম্প্রতি ইসরায়েল বারবার আঘাত করেছে এবং হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করেছে ও অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করেছে।

সারাবাংলা/এনজে

ইসরায়েলি আক্রমন বৈরুত

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর