Thursday 07 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লজ্জার রেকর্ড গড়ে ইংল্যান্ডের কাছে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪ ১৫:০২

এই ম্যাচের যে এমন ফলাফল আসতে পারে, সেটা হয়তো খোদ ইংল্যান্ড সমর্থকরাই কল্পনা করতে পারেননি! মুলতান টেস্টের শেষ দিনে অবিশ্বাস্য এক জয়ে নতুন ইতিহাস গড়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও শেষ পর্যন্ত পাকিস্তান হেরেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ৫০০ রানের বেশি করে ইনিংস ব্যবধানে হারার রেকর্ড টেস্ট ইতিহাসে এই প্রথম!

মুলতানে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান তুলেছিল ৫৫৬ রান। এর জবাবে হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি ও জো রুটের ডাবল সেঞ্চুরির সুবাদে ৮২৩ রানের অবিশ্বাস্য এক স্কোর দাঁড় করায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংস ২৬৮ রানে পিছিয়ে থেকে গতকাল দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। কালই দিনশেষে ৬ উইকেট হারিয়ে হারের প্রহর গুনছিলেন তারা।

বিজ্ঞাপন

ম্যাচের ৫ম দিনে আঘা সালমান ও আমির জামাল কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত ২২০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ইনিংস ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়েছে পাকিস্তান। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে ৫০০ রান তুলে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারের রেকর্ড এটাই প্রথম। প্রথম ইনিংসে ৫০০ রান তুলে এই নিয়ে ৫ম বার ম্যাচ হারল পাকিস্তান। প্রথম ইনিংসে বড় স্কোর তুলে শেষ পর্যন্ত ম্যাচ হারের ঘটনায় পাকিস্তানের এই ম্যাচ আছে চতুর্থ স্থানে।

এদিকে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে ৪৭ বছর পর এশিয়ার মাটিতে ইনিংস ব্যবধানে টেস্ট জিতল ইংল্যান্ড। শেষবার ১৯৭৬ সালে দিল্লিতে ভারতকে ইনিংস ও ২৫ রানের ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

চবিতে ছাত্রাবাসের সামনে অজগর
৭ নভেম্বর ২০২৪ ২২:৪৩

আরো

সম্পর্কিত খবর