ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছেন।শনিবার (১২ অক্টোবর) তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের।
আব্দুল কাদের বলেন, ‘সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই গতকাল (শুক্রবার) রাতে এশার নামাজের পরে তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।’
হাসনাত আবদুল্লাহ বিয়ে করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, তারিকুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিনসহ অনেককে ফেসবুকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।