Saturday 15 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ১৩:০৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১৩:১২

নাটোর: জেলার বড়াইগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তোরাব আলী খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁজ জন। রোববার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত তোরাব আলী খান উপজেলার গোপালপুর ইউনিয়ানের ওয়ারিসপুর গ্রামের মৃত সোলায়মান আলী খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই এলাকার মৃত সামাদ আলীর ছেলে রানার সাথে তোরাব আলীর একটি পুকুরের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। সকালে ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রানার সঙ্গে তোরাব আলীর কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে সংঘর্ষ বেঁধে যায়। এসময় রানার পক্ষে লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তোরাব আলীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর

নাটোর বড়াইগ্রাম সংঘর্ষে নিহত

বিজ্ঞাপন

জবি ছাত্রদলের ২ নেতাকে শোকজ
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩

সংস্কার শেষে নির্বাচন হবে: ফয়জুল করীম
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

আরো

সম্পর্কিত খবর