Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৪২ হাজার, মৃত্যু আরও ৪ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ২১:০৮

ঢাকা: দেশে শনিবার (১২ অক্টোবর) থেকে রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে আরও ৬৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৪৭০ জন। এর মধ্যে ৩৮ হাজার ৬৪৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২১৪ জন।

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) ডেঙ্গু শনাক্ত ও ডেঙ্গুতে মৃত্যুর এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৩৯৯ জন ও নারী ২৬১ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৭১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৩২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৪৭০ জন। এর মধ্যে ৬৩.৩ শতাংশ পুরুষ এবং ৩৬.৭ শতাংশ নারী রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২১৪ জন। এর মাঝে ৫০.৫ শতাংশ নারী ও ৪৯.৫ শতাংশ পুরুষ।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৬১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এইচআই

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর