Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোক্তাদের কষ্ট লাঘবের চেষ্টা চলছে : বাণিজ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ২১:২৭

ঢাকা: ভোক্তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারে বাজার মনিটরিংয়ে গিয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সরকার বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে। খবরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে শুনে আমরা বাজার পর্যবেক্ষণে এসেছি। দাম বেড়ে যাওয়ায় আমরা সন্তুষ্ট না। আমরা চেষ্টা করছি মানুষের, ভোক্তাদের কষ্ট যেন লাঘব হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা ব্যবসা করবেন, তারাও যে লস করবেন- তা না। তবে কেনা দামের সঙ্গে বিরাট পার্থক্য করে বিক্রি করবেন; তা যেন না হয়। মুনাফা করেন, কিন্তু বেশি করবেন না।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘অনেকে বলেন সরকার দাম কমানোর ব্যাপারে চেষ্টা করছে না, এ জন্য জিনিসপত্রের দাম বেশি। কিন্তু আমরা তো চেষ্টা করছি। বাজার পর্যবেক্ষণ করছি। কিন্তু ব্যবসায়ীরা বেশি মুনাফা করছেন। তারা যেন বেশি মনুফা না করে অল্প লাভে পণ্য বিক্রি করেন, তার জন্য বলেছি।’

ডিমের দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দৈনিক ডিমের চাহিদা সাড়ে চার কোটি। আগে চার থেকে পাঁচ কোটি ডিম উৎপাদন হতো। কিন্তু এখন হচ্ছে সাড়ে তিন কোটি। আর এটা চাইলেই কারখানায় বানানো যায় না। আমার সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি ডিম ভারত থেকে আমদানি করছি। এটা তো একসঙ্গে আসবে না। ধীরে ধীরে আসবে।’

সারাবাংলা/ইএইচটি/এসআর

দ্রব্যমূল্য বাণিজ্য উপদেষ্টা ভোক্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর