Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু, খরচ সোয়া কোটি টাকা

স্পেশাল করেসপডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১১:৪০

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ভাংচুর ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর-১০ মেট্রো স্টেশন প্রায় তিন মাস পর আবারও চালু করা হয়েছে। এতে সরকারের ব্যায় হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান স্টেশনটি পুনরায় চালু করার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় সাংবাদিকদের ফয়জুল কবির খান বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সংস্কারে সময় লেগেছে ২ মাস ১৭ দিন। এতে সরকারের খরচ হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট পুনরায় চালু হয় মেট্রোরেল।

সারাবাংলা/জিএস/এমপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর ১০ মেট্রোরেল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর