Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসির চেয়ারম্যান ও ৪ সদস্যের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৩:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৬

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং কমিশনের চার সদস্য শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

সদস্যরা হলেন ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে ধারাবাহিক রদবদলের মধ্যে ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।

এরপর পিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

সদস্য হিসেবে ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদারকে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/এমপি

পিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর