Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৪:৩২

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সংখ্যা কম-বেশিও হতে পারে। প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে দুপুর ১টা ৫৪ মিনিটে হাইকোর্ট এনেক্স ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

বুধবার (১৬ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে ছয় জন বিচারপতি প্রধান বিচারপতির চায়ের দাওয়াতে এসেছেন। তারা হলেন- বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি মো. আমিনুল ইসলাম।

তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের সূত্র আরও জানিয়েছে, এ বিষয়ে আজকের মধ্যেই সংবাদ বিজ্ঞতির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চা পানের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এদিকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম কয়েকশ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এ সময় দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, দলবাজ, দুর্নীতিবাজ সাবেক শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করা বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত তারা হাইকোর্ট প্রাঙ্গণ ত্যাগ করবে না।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

এর আগে বুধবার রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে হাইকোর্ট এনেক্স ভবনের সামনে আসে। এরপর সেখানে শিক্ষার্থীরা বসে থেকে শ্লোগান দিতে থাকেন। পাশেই আইনজীবীদের একাধিক সংগঠন ব্যানার নিয়ে দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে দেখা যায়।

‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারক’ উল্লেখ করে তাদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। গতকাল মঙ্গলবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে দিয়ে এই কর্মসূচির ডাক দেন তারা। ফেসবুক পোস্টে তারা লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’

সারাবাংলা/কেআইএফ/এইচআই

অভিযোগ বিচারপতি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর