‘দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার’
১৬ অক্টোবর ২০২৪ ১৮:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৩
‘সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রণ করতে পারেনি। এক কথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ফলে জনগণের প্রত্যাশা পূরণে সরকারকের দৃশ্যমান কোনো ভূমিকা নেই। সরকারের দুই মাসের ভূমিকা ‘২৪ এর ছাত্র-জনতার অভ্যূত্থানকে প্রশ্নবিদ্ধ করছে।’
বুধবার (১৬ অক্টোবর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়াসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা।
নেতারা বলেন, ‘সাড়ে ১৫ বছরের গণতান্ত্রিক লড়াই এবং ‘২৪ এর ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দেশের জনগণ দুর্নীতি, লুটপাট, বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। একদিকে পতিত স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা, অন্যদিকে সরকারের নানাবিধ সীমাবদ্ধতা সেই প্রত্যাশাকে সংকুচিত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা যাচ্ছে না। এখনও বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী সিন্ডিকেট। স্বৈরাচারের পতন হলেও বাজার সিন্ডিকেট এখনো আওয়ামী দোসরদের দখলে। সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারেনি এবং কার্যকর পদক্ষেপও নিতে পারেনি।’
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারছে না অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পরে দুই মাসেরও বেশি সময় পার হলেও এখনও সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্রিয় হয়নি। সেখানেও পতিত স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়। ‘
সারাবাংলা/ এ এইচ এইচ/এসডব্লিউআর