বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৪৮ ভারতীয় জেলে আটক
১৮ অক্টোবর ২০২৪ ১৬:১৫
বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ফিশিং বোটসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তাদের আটক করে। শুক্রবার (১৮ অক্টোবর) বোট ও জেলেদের মোংলার নৌবাহিনী এবং কোস্টগার্ড দপ্তরে আনা হয়।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন জানান, ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামের মাধ্যমে ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। ৪৭ জন মৎস্য ব্যবসায়ি এই নিলামে অংশ নেন। এসময় প্রায় ১ হাজার লোক উপস্থিত ছিলেন। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। পরে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা করা হয়েছে। মামলা শেষে শুক্রবার (১০ অক্টোবর) জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমপি